Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উদযাপন
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উদযাপন
- March 17, 2024
- Posted by: BCMC
- Category: News
No Comments

শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনকের জন্মদিন উদযাপন করলো বিসিএমসি ও বিটিসি কলেজ
শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনকের জন্মদিন উদযাপন করলো বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ। জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন।
বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথ এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির।






সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পরে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর বিসিএমসি হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।
অনুষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির জনক বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী কম্পিউটার ১ম পর্বের মুনিয়া আক্তার কাজল (প্রথম), টেক্সটাইল ৭ম পর্বের মীর সুমাইয়া আক্তার সিমু (দ্বিতীয়) ও ৩য় স্থান অধিকারী কস্পিউটার ১ম পর্বের খন্দকার রোহান রহমানকে পুরস্কৃত করা হয়।