Blog

পালিত হলো পবিত্র শবে মেরাজ

ধর্মীয় ভাবোচ্ছ্বাসের মাধ্যমে বিসিএমসিতে পালিত হলো পবিত্র শবে মেরাজ। এ উপলক্ষে আলোচনা, রচনা প্রতিযোগিতা, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর।

১৬ এপ্রিল ২০১৮ বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদে মুসলিম রিলিজিয়াস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ও প্রধান আলোচক ছিলেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। আলোচনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, সহকারী অধ্যাপক মো. শহিদুল আলম। শিক্ষার্থীদের মধ্যে আলেচানায় অংশ নেন টেক্সটাইল ৬ষ্ঠ পর্বের মো. রায়হানুল ইসলাম ও মেকানিক্যাল ৬ষ্ঠ পর্বের মো. আব্দুল গফ্ফার মিয়া।

অনুষ্ঠানে মেরাজ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন কম্পিউটার ৪র্থ পর্বের মো. জুবায়ের হোসেন শিমুল, কম্পিউটার ৪র্থ পর্বের হাবিবা নাসরিন ও প্যাথলজি ২য় পর্বের সজীব হোসইন। সবশেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।