মুসলিম রিলিজিয়াস ক্লাবের কেরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা

কেরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে ১৭ নভেম্বর ২০১৮ থেকে শুরু হয়েছে চলতি সেমিস্টারের ক্লাব কার্যক্রমের প্রতিযোগিতা। চলবে ২৭ নভেম্বর ২০১৮ পর্যন্ত। বিসিএমসি মুসলিম রিলিজিয়াস ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। ক্লাব সভাপতি ও বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সহায়ক কার্যক্রমের কো-অর্ডিনেটর ও বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন। প্রাথমিক বাছাই শেষে কেরাত প্রতিযোগিতায় ৫জন ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় ৫জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কেরাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন যথাক্রমে মেকানিক্যাল ৭ম পর্বের আব্দুল গফ্ফার, সিভিল ৩য় পর্বের রিহাদ হোসেন ও কম্পিউটার ৩য় পর্বের ফারিহা মিম। ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় ১ম হয়েছেন টেক্সটাইল ৭ম পর্বের রায়হানুল ইসলাম, ২য় সিভিল ১ম পর্বের মো. ওবাইদুর ও ৩য় মেরিন ১ম পর্বের মো. আরিফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা ক্লাব সচিব করেন আবুল কালাম আজাদ।