২৫তম দিনের মতবিনিময় সভায় লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ও মশ্মিমনগর স্কুল এন্ড কলেজ – BCMC College of Engineering & Technology

Blog

২৫তম দিনের মতবিনিময় সভায় লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ও মশ্মিমনগর স্কুল এন্ড কলেজ

দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজন দক্ষ জনশক্তি। কারিগরি শিক্ষা মূল ধারার শিক্ষা হিসেবে বিবেচিত না হওয়ায় জনশক্তির দক্ষতা বাড়ছে না, বাড়ছে বেকারত্ব। এ অবস্থার উত্তরণে সরকার ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় সরকারের সেই লক্ষ্য পূরণে আয়োজন করেছে মত বিনিময় সভার। দুই মাস ব্যাপি এ মত বিনিময় সভার ২৫তম দিনে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এবং যশোর জেলার মণিরামপুর উপজেলার মশ্মিমনগর স্কুল এন্ড কলেজ।

৩ এপ্রিল ২০১৮ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এসএম রেজাউল কবীর। প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন ও মশ্মিমনগর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শারাফাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন। বক্তব্য রাখেন লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাগর আহমেদ, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন ও মশ্মিমনগর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তানভীর কবীর বিসিএমসি পরিদর্শন অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচকরা কারিগরি শিক্ষার বিস্তারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় কারিগরি শিক্ষার গুরুত্বের উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন লেকচারার প্রকৌশলী মো. শামীম রেজা। শিক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান।

লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কাওছার আলী, সহকারী শিক্ষক মো. ইলাহী বকস, মো. মেসবাহুল, মো. আব্দুল মতিন, মো. আবুল হোসেন, মাছুমা আক্তার, পরিচালনা কমিটির সদস্য মো. রাসেল শাহ, মো. সাইদুল ইসলাম, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. আবু হানিফ, মোছা. জান্নাতুল ফেরদৌস, মোছা. নাহিদ আক্তার, মোছা. পাপিয়া সুলতানা, অভিভাক সদস্য আশরাফ আলী; মশ্মিমনগর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান মো. জুলফিকার আলীসহ দুই শতাধিক শিক্ষার্থী মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. শহিদুল আলম। এর আগে শিক্ষার্থীরা বিসিএমসি ফাউন্ডেশনভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেকনিক্যাল কলেজ ও বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ঘুরে দেখেন।

এছাড়া বিসিএমসির নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের মতবিনিময় সভায় যোগদান ও স্ব স্ব প্রতিষ্ঠানে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়। অতিথিদের সম্মানে বিসিএমসি কর্তৃপক্ষ মধ্যাহ্নভোজের আয়োজন করে।

blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank
blank