Blog
ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের শীর্ষধাপে পর্দাপন করেছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়। এখন থেকে নিজস্ব সফটওয়ার ব্যবহারে হাজিরা, ক্লাস, নম্বর প্রদান ও বেতনাদি সংগ্রহসহ যাবতীয় কর্যক্রম পরিচালিত হবে অটোমেশনের মাধ্যমে। ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার বিসিএমসি হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্রধান অতিথির সহোদর নিউওয়ার্ক পুলিশের আইটি বিভাগের কিউ এ ইঞ্জিনিয়ার প্রকৌশলী সাঈদ মো. একরামুল কবীর। সভাপতিত্ব করেন আর এক সহোদর বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন আগামীর বাংলাদেশে আইটিকে ভালোবাসতে হবে আইটির সাথেই বসবাস করতে হবে। অটোমেশনে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। কাজ হয় সহজ ও সময় সাশ্রয়ী। প্রযুক্তির উৎকর্ষের যুগে ল্যাপটপ ছাড়া মানুষ কল্পনা করা যায় না।
উদ্বোধন শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাব্যিালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজের শিক্ষক কর্মকর্তাদের দুটি টেকনিক্যাল সেশন পরিচালিত হয়। সেশন দুটিতে আইটি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর ব্রাঞ্চ ম্যানেজার মো. মোতাহারুজ্জামান ও বিসিএমসি লেকচারার প্রকৌশলী শামীম রেজা। সেশন দুটিতে নতুন এ সফটওয়ার সম্পর্কে বলা হয় এত বৃহৎ আকারের ইএমএস সফটওয়ারের ব্যবহার দেশ বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম। অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয় ও সফটওয়ারের খুটিনাটি আলোচিত হয়।