Blog
অনুষ্ঠিত হলো আত্মগঠন, চরিত্র গঠন ও নৈতিকতা শীর্ষক সেমিনার
- November 24, 2018
- Posted by: BCMC
- Category: News
বিসিএমসি সেমিনার ক্লাবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ২২ নভেম্বর ২০১৮ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয় সেমিনার। এবারের সেমিনারের বিষয় ছিল ‘আত্মগঠন, চরিত্র গঠন ও নৈতিকতা’। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। ক্লাব সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেনের সভাপতিত্বে সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান। বিষয়ের উপর প্রতিযোগিতামূলক আলোচনায় অংশ নেন ১৩ শিক্ষার্থী। প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন টেক্সটাইল ৭ম পর্বের মো. রায়হানুল ইসলাম, সিভিল ৭ম পর্বের মো. মুবিন হোসেন ২য় ও কম্পিউটার ৫ম পর্বের শেখ রিদওয়ানুল মালিক ৩য় হন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান।
সংবাদ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিসিএমসি মিডিয়া ক্লাবের আয়োজনে ২২ নভেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয় সংবাদ লেখা প্রতিযোগিতা। বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রমের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ক্লাব সভাপতি হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন ক্লাব সচিব মো. আসাদুজ্জামান। বিসিএমসি কলেজের কার্যক্রমের উপর প্রতিবেদন তৈরি করে প্রথম হয় সিভিল ৩য় পর্বের আল ফাহাদ বিন ইসলাম, ২য় টেক্সটাইল ১ম পর্বের মো. মাহফুজুর রহমান ও ৩য় হন টেক্সটাইল ৩য় পর্বের হাসিবুল হাসান শান্ত।