Blog
ইংরেজিতে বিতর্ক ও বিদেশি ভাষায় কথাবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- November 24, 2018
- Posted by: BCMC
- Category: News
২০ নভেম্বর ২০১৮ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয় ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল Patriotism is only way to Develop the country. বিসিএমসি ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাব আয়োজতি এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। ক্লাব সভাপতি অধ্যাপক ড. মো সারাফাত হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল গার্মেন্টস অ্যান্ড টেক্সাটইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। শ্রেষ্ঠ বক্তা হন টেক্সটাইল ৭ম পর্বের সৈয়দ ইয়ামিন আলী । দলের অন্যান্য সদস্যরা হলেন, টেক্সটাইল ৭ম পর্বের রিভো জোয়াদ্দার ও মো. রায়হানুল ইসলাম । রানার আপ হয় পক্ষ দল আইপি মেরিন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ দলের সদস্যরা হলেন মেকানিক্যাল ৫ম পর্বের তন্ময় আহমেদ, বি এসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মো. সাজ্জাদ হোসেন ও মেকানিক্যাল ৫ম পর্বের মো. নাহিদ হাসান।
এছাড়াও বিসিএমসি ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় বিদেশি ভাষায় কথা বলা প্রেিযাগিতা। অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যারাবিক, কোরিয়ান ও জাপানিজ ভাষায় কথা বলা প্রতিযোগিতা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আ্যারাবিক ভাষায় কথা বলা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন মেরিন ৭ম পর্বের মো. শাহাজান আলী, ২য় টেক্সটাইল ৭ম পর্বের মান্নান সরোয়ার, ৩য় ইলেকট্রনিক্স ৭ম পর্বের সাইদুর রহমান।
কোরিয়ান ভাষায় কথা বলা প্রতিযোগিতায় ১ম গার্মেন্টস ৭ম পর্বের হাবিবুন নাহার সামিয়া, ২য় সিভিল ৩য় পর্বের আল ফাহাদ বিন ইসলাম ও সিভিল ১ম পর্বের আশরাফুজ্জামান অর্পি ৩য় হয়েছেন।
জাপানিজ ভাষায় কথা বলা প্রতিযোগিতায় মেকানিক্যাল ১ম পর্বের আকবার আলী হাওলাদার ১ম, মেকানিক্যাল ১ম পর্বের মো. ইমতিয়াজ হোসেন ২য় ও টেক্সটাইল ৫ম পর্বের বিশ্বজিৎ সাহা ৩য় হয়েছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন।