Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > কম্পিউটার ক্লাবের অফিস অ্যাপ্লিকেশস প্রতিযোগিতা
কম্পিউটার ক্লাবের অফিস অ্যাপ্লিকেশস প্রতিযোগিতা
- August 25, 2019
- Posted by: BCMC
- Category: News
No Comments
বিসিএমসি কম্পিউটার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশস প্রতিযোগিতা। কম্পিউটার ল্যাব-১, ২ ও ৩ এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৭ম পর্বের শেখ রেদওয়ানুল মালিক, ২য় স্থান লাভ করেন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের বাসিরুল ইসলাম ও ৩য় স্থান লাভ করেন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের তোফাজ্জান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. শাহিন আকতার। এ সময় ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।