Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত
গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত
- November 24, 2018
- Posted by: BCMC
- Category: News
No Comments
বিসিএমসি হিন্দু রিলিজিয়াস ক্লাবের আয়োজনে ১৯ নভেম্বর বিসিএমসি হল রুমে গীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। বিসিএমসি শিক্ষা সহায়ক কার্যক্রমের কো-অর্ডিনেটর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সুব্রত সুবন আচার্য্য।
গীতা পাঠ প্রতিযোগিতায় ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের মধ্যে ইলেকট্রিক্যাল ১ম পর্বের দিপ্ত কুমার শীল ১ম স্থান লাভ করেন, ২য় হন ইলেকট্রিক্যাল ১ম পর্বের তন্ময় কুমার দেউরি ও ইলেকট্রিক্যাল ১ম পর্বের ইমন সাহা ৩য় স্থান লাভ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক সুভাস চন্দ্র বিশ্বাস।