Blog
দুর্নীতিই উন্নয়নের অন্তরায় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- November 25, 2018
- Posted by: BCMC
- Category: News
দুর্নীতিই উন্নয়নের অন্তরায় বিষয়ে বিসিএমসি হল রুমে ২৪ নভেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে বিতর্ক উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিসিএমসি ডিবেটিং ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় পক্ষ দলে আইপি মেরিন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিপক্ষ দলে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশগ্রহণ করে। ক্লাব সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিপক্ষ দল। এ দলের সদস্যরা হলেন টেক্সটাইল ৭ম পর্বের রাইহানুল ইসলাম, টেক্সটাইল ৩য় পর্বের আসিফ ইকবাল ও গার্মেন্টস ৭ম পর্বের হাবিবুন নাহার সামিয়া। রানারআপ পক্ষ দলের সদস্যরা ছিলেন মেকানিক্যাল ৭ম পর্বের নাহিদ হাসান, মেরিন ৭ম পর্বের তন্ময় আহমেদ ও মেকানিক্যাল ১ম পর্বের আকবার আলী হাওলাদার। শ্রেষ্ঠবক্তা হন বিপক্ষ দলের রাইহানুল ইসলাম ।