Blog
বিসিএমসিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত
- November 24, 2018
- Posted by: BCMC
- Category: News
রচনা প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। সভাপতি ও প্রধান আলোচক ছিলেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন ও সিভিল অ্যান্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আইউব আলী। । শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল ৭ম পর্বের মো. রায়হানুল ইসলাম ও কম্পিউটার ৫ম পর্বের শেখ রিদওয়ানুল মালিক। মিলাদুন্নবী উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে রাসুল(সা.) এর অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান লাভ করেন মেরিন ৭ম পর্বের মো. শাহাজান আলী, ২য় প্যাথলজি ৩য় পর্বের মো. আব্দুল্লাহ আল মামুন ও ৩য় টেক্সটাইল ১ম পর্বের সাফিয়া বিনতে মাহফুজ। অনুষ্ঠান থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ও মুসলিম রিলিয়াস ক্লাবের প্রশিক্ষক হাফেজ মো. আলামিন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুসলিম রিলিজিয়াস ক্লাবের সচিব আবুল কালাম আজাদ।