Blog
বিসিএমসিতে সংগীত, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- November 26, 2018
- Posted by: BCMC
- Category: News

২৫ নভেম্বর ২০১৮ বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিসিএমসি হল রুমে সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, সঙ্গীতযন্ত্র বাজানো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, সচিব ইসরাইল হোসেনসহ ক্লাব কর্মকর্তা ও অন্যান্য শিক্ষকরা অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন।
সঙ্গীত প্রতিযোগিতায় গার্মেন্টস ৫ম পর্বের মো. তোহিদুজ্জামান ১ম, টেক্সটাইল ৫ম পর্বের মো. আশরাফুল আলম ২য় ও ইলেকট্রিক্যাল ৫ম পর্বের সাজু আহমেদ ৩য় স্থান লাভ করেছেন।
সঙ্গীতযন্ত্র বাজানো প্রতিযোগিতায় মেডিকেল টেকনোলজি (প্যাথলজি) ৫ম পর্বের সুমন আচার্য্য, গার্মেন্টস ৫ম পর্বের মো. তৌহিদুজ্জাসান ও ইলেকট্রিক্যাল ৭ম পর্বের সুমন চক্রবর্তী যথাক্রমে ১ম, ২য় ও ৩য় হন।
আবৃত্তি প্রতিযোগিতায় টেক্সাটইল ৭ম পর্বের মো. রাইহানুল ইসলামান ১ম, গার্মেন্টস ৭ম পর্বের হাবিবুন নাহার সামিয়া ২য় ও টেক্সটাইল ১ম পর্বের সোনালী সমাদ্দার ৩য় স্থান লাভ করেছেন।
একক অভিনয় প্রতিযোগিতায় সিভিল ১ম পর্বের নিলয় রায় ১ম, টেক্সটাইল ১ম পর্বের ইউসুফ আলী ২য় ও সিভিল ১ম পর্বের রাজিব বিশ্বাস ৩য় স্থান লাভ করেন।