Blog
শোকের মাসে ১ মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতসহ ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি নবীনবরণ উৎসব। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর নবীন শিক্ষার্থীদের এ উৎসবের ১ম দিনে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। অনুষ্ঠানে পুষ্প, অভিনন্দন বার্তা আর অতিথিদের বক্তব্যে উজ্জীবিত ছিল নবীন শিক্ষার্থীরা।
বিসিএমসি হল রুমে অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, যে প্রযুক্তিজ্ঞানে ভালো সে রাজনীতিতে ভালো। মানুষ ও পশুর প্রধান পার্থক্য প্রযুক্তি। তাই প্রযুক্তির এ যুগে নিজেকে গড়ে তুলতে শৃঙ্খলা ও সমানুবর্তিতার বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, ইঞ্জিনিয়ারিং ফ্যকাল্টির প্রধান ও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়ুয়া, সিভিল এন্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আইয়ুব আলী, আইপি মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফিরোজ কবীর, স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসার সহকারী অধ্যাপক সুব্রত সুবন আচার্য্য। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল ৭ম পর্বের রাইসুল ইসলাম, ইলেকট্রিক্যাল ৭ম পর্বের ইনজামামুল হক মুমেন, মেকানিক্যাল ৩য় পর্বের নাহিদ হাসান ও মেরিন ৭ম পর্বের আনোয়ার হোসেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন মেরিন ১ম পর্বের রাসেল হোসেন, মেকানিক্যাল ১ম পর্বের আকবর আলী গোলদার, ইলেকট্রিক্যাল ১ম পর্বের ফারদিন ইসলাম ফাহিন ও সিভিল ১ম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। দেশাত্ববোধক গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও সঙ্গীত প্রশিক্ষক শান্তা ইসলাম পলি।