Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > বিসিএমসি ও বিটিসিতে কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন
বিসিএমসি ও বিটিসিতে কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন
- June 14, 2023
- Posted by: BCMC
- Category: News
No Comments
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করেছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজ (বিটিসি)। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগানে ১৪ জুন বুধবার সকালে স্ব-স্ব ক্যাম্পাস থেকে র্যালি বের হয়। র্যালিতে ছাত্র ও শিক্ষকরা অংশ নেন। ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ স্লোগান সম্বিলিত টি শার্ট গায়ে দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের র্যালিটি যশোর শহরের ঢাকা রোড, আর এন রোড, এম এম আলী রোড, নেতাজী সুভাস চন্দ্র বসু রোড ও মুজিব সরণী প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে পৌছায়। সেখানে সম্মিলিত র্যালিতে যোগদান করে। সম্মিলিত র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিসিএমসি রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা ও বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান র্যালির নেতৃত্ব দেন।