Blog
জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজ বিটিসি’র যৌথ উদ্যোগে উদযাপিত হলো ৪৮তম মহান বিজয় দিবস। এসব অনুষ্ঠানে বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আফজাল হোসেন।
সহাকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শি নেতৃত্বে পৃথিবীর একমাত্র জাতি হিসেবে বাঙ্গালি পেয়েছে রক্তস্নাত বিজয় দিবস। এ দিবসে আমাদের শপথ হওয়া উচিৎ রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার। তিনি আরো বলেন স্বাধীনতার পক্ষের বিপক্ষের নামে জাতি কার্যত দুভাগে বিভক্ত। স্বাধীনতার পক্ষের শক্তিরা দেশের উন্নয়ন চায়, আর বিপক্ষের শক্তিরা পেছনে টানে। কাজেই তরুণদের সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষে যাবে।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত ও দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, বিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক আবু হুরায়রা, প্রভাষক প্রকৌশলী মো. নাজমুল আলম ও প্রভাষক মো. ইমরান শেখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএমসি’র টেক্সটাইল ৭ম পর্বের মো. রায়হানুল ইসলাম, কম্পিউটার ১ম পর্বের এস এম সামসুল আমিন মেরাজ, সিভিল ১ম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের সিভিল ৩য় পর্বের মো. আরাফাত এবং টেক্সাটাইল ৩য় পর্বের মো. আসিফ আক্তার।
আলোচনা শুরুর পূর্বে বিসিএমসি ম্যাগাজিন ক্লাব প্রকাশিত বাংলা দেয়াল পত্রিকা মনন ও ইংরেজি দেয়াল পত্রিকা প্যানোরমার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এছাড়াও বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব আয়োজিত উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সিভিল ৩য় পর্বের শেখ আব্দুর জাহিদ, সিভিল ১ম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা ও ইলেকট্রনিক্স ৫ম পর্বের জুবায়ের; বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব আয়োজিত ৭১ এর চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সিভিল ৩য় পর্বের মো. মেহেদী হাসান, কম্পিউটার ৩য় পর্বের মো হোসেন চৌধুরি সবুজ ও সিভিল ৩য় পর্বের রাকিব হোসেনকে পুরস্কৃত করা হয়।
এর আগে সূর্য্যোদয়ের সাথে সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, পরে স্ব স্ব কলেজ ক্যাম্পাস থেকে বিজয় র্যালি বের হয়। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ক্যাডেট কোর ও ব্যান্ডপার্টির সদস্যদের অংশগ্রহণ র্যালিতে ভিন্নমাত্রা যোগ করে। র্যালিটি বিজয় স্মৃতিস্মম্ভে যেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বিসিএমসি হল রুমে আলোচনায় মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।