Blog

লাহুড়িয়া এইচ এ কে একাডেমীর অংশগ্রহণে বিসিএমসি’তে কারিগরি শিক্ষা বিস্তারে মতবিনিময় সভা

২০২০ সালের মধ্যে ২০ শতাংশ শিক্ষার্থী  কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় হল রুমে ৫ মার্চ ২০১৮ অনুষ্ঠিত হয় সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা। এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এইচ এ কে একাডেমীর শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীরা। বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় স্ব উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায় এ কর্মসূচি ০২ (দুই) মাসব্যাপি চলবে।

বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এসএম রেজাউল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাহুড়িয়া এইচ এ কে একাডেমীর  সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন। সভায় কারিগরি শিক্ষার গুরুত্বের উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন লেকচারার প্রকৌশলী মো. শামীম রেজা। অনুষ্ঠানে লাহুড়িয়া এইচ এ কে একাডেমীর সহকারী শিক্ষক আর্জিনা খানম, শংকর কুমার লস্কর, প্রদীপ কুমার বিশ্বাস ও সহকারী গ্রন্থাগারিক ওজিফা খানমসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে শিক্ষার্থীরা বিসিএমসি ফাউন্ডেশনভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেকনিক্যাল কলেজ ও বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ঘুরে দেখেন। সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিএমসি কর্তৃপক্ষ।