Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্লাবের বিজ্ঞান মেলা
সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্লাবের বিজ্ঞান মেলা
- August 25, 2019
- Posted by: BCMC
- Category: News
No Comments
২৭টি নব নব উদ্ভাবন নিয়ে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞানমেলা ২০১৯। বিসিএমসি ফিজিক্স ল্যাবে ২৬ আগস্ট ২০১৯ এ মেলার উদ্বোধন করেন চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। উদ্বোধন শেষে তিনি মেলা স্থল ঘুরে দেখেন ও ক্ষুদে আবিস্কারকদের সাথে কথা বলেন। কিশোর বিজ্ঞানীদের উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনীর এ আয়োজন করে বিসিএমসি সাইন্স এন্ড টেকনোলজি ক্লাব। কিশোর বিজ্ঞানীদের এ কর্মযজ্ঞ মুগ্ধ করে বিজ্ঞান পিপাষু প্রতিটি দর্শকের মন। মেলায় ইলেকট্রিক্যাল ১ম পর্বের নাইমুর রহমান ১ম স্থান লাভ করেন, কম্পিউটার ৩য় পর্বের মো. সজিব খান ২য় ও কম্পিউটার ১ম পর্বের জোত্যি রায় ৩য় স্থান লাভ করেন। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির।