কারিগরি শিক্ষা বিস্তারে বিসিএমসি আয়োজিত মতবিনিময় সভায় চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের অংশগ্রহণ
কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে চলছে দুই মাসব্যাপি মতবিনিময় সভা। সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান ফলপ্রার্থী শিক্ষার্থীরা এ মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। বিসিএমসি হল রুমে ১৪ মার্চ ২০১৮ বুধবার মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও এসএসসি ফলপ্রার্থী শিক্ষার্থীরা। বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এসএম রেজাউল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী ও কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা,। স্বাগত বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন। বক্তব্য রাখেন চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শাহনাজ পারভীন ও মেহেরাব হোসেন এবং কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রত্যশা সাহা বক্তব্য রাখেন। সভায় কারিগরি শিক্ষার গুরুত্বের উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন লেকচারার প্রকৌশলী মো. শামীম রেজা। শিক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা আক্তার, বিশ্বজিৎ দে, অসিত কুমার মন্ডল, মো. আব্দুল কুদ্দুস, মো. রফিজুল ইসলাম, স ম নজরুল ইসলাম, রেখা রানী সরকার, মো. হাবিবুরøাহ, ফিরোজা আখতার, মো. আলাউদ্দীন ও অদিতি মন্ডল, ম্যানেজিং কমিটি সদস্য এইচ এম সোহারব, নীল কমল, মো. নাজিম উদ্দন ও এইচএম আবুল কাশেমসহ দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. শহিদুল আলম। এরআগে শিক্ষার্থীরা বিসিএমসি ফাউন্ডেশনভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেকনিক্যাল কলেজ ও বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ঘুরে দেখেন। এছাড়া বিসিএমসির নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের মতবিনিময় সভায় যোগদান ও স্ব স্ব প্রতিষ্ঠানে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়। বিসিএমসি কর্তৃপক্ষ অতিথিদের সম্মানে মধ্যহ্নভোজের ব্যবস্থা করেন।
মতবিনিময়কালে বক্তারা বলেন, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে সর্বোাচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কারিগরি শিক্ষার যে অগ্রযাত্রা শুরু করেছে দেশের বৃহত্তম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিসিএমসি সেই যাত্রার প্রচার, প্রসার ও উন্নয়নে ভুমিকা রেখে চলেছে।
উল্লেখ্য ২০২০ সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থীর ২০ শতাংশ কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় স্বপ্রণোদিত হয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে আগ্রহ প্রকাশ করেছে বিসিএমসি তাদেরকেই এ কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-2-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-3-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-4-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-5-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-6-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-7-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-8-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-9-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-10-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-11-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-12-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-13-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-14-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-15-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-16-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-17-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-18-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-19-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-20-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-21-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-22-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-23-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-24-1.jpg)
![](https://bcmc.edu.bd/wp-content/uploads/2018/03/B-25.jpg)