Blog
বিসিএমসি ম্যাগাজিন ক্লাবের নিয়মিত প্রকাশনা বাংলা দেয়াল পত্রিকা মনন এর ৪৭তম সংখ্যা প্রকাশিত হয়েছে। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনন প্রকাশিত হয়। মনন এর চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। মাতৃভাষা দিবসের আলোচনার পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে এ মোড়ক উন্মোচন করেন। এবারের মনন এ শিক্ষক-শিক্ষার্থীদের লেখা ১০টি ছড়া-কবিতা, দুইটি গল্প স্থান পেয়েছে। সকলের পাঠের সুবিধার্থে পত্রিকাটি ১ম ক্যাম্পাসের ৪র্থ তলায় দেয়াল পত্রিকার জন্য নির্ধারিত বোর্ডে প্রদর্শিত হচ্ছে। মনন এর এ সংখ্যাটির পরিকল্পনা করেন বিসিএমসি ম্যাগাজিন ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, অলংকরণ করেন মো. কামরুজ্জামান ও নাসির উদ্দিন। ক্লাবের সচিব সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো সারাফাত হোসেন, সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান রাজা, মো. জয়নাল আবেদীনসহ ক্লাবের সকল সদস্য ও শিক্ষার্থীরা মনন প্রকাশে সহযোগিতা করেন।