Blog
বিসিএমসিতে মুক্তিযুদ্ধের উপর প্রাম্যণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা
- March 9, 2019
- Posted by: BCMC
- Category: News
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের দিনে ৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের গল্প শুনলো বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের উপর বিসিএমসি কলেজ সংকলিত প্রামাণ্যচিত্র ‘১৯৭১’।
বিসিএমসি হল রুমে অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে প্রাম্যণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার শেখ মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রকৌশলী মো. আইউব আলী। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনায় অংশ নেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক খালেদা শারমিন তন্নী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ৬ষ্ঠ পর্বের হাবিবা নাসরিন ও টেক্সটাইল ৪র্থ পর্বের মো. আসিফ ইকবাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন বিসিএমসি কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকৌশলী মো. শামীম রেজা সম্পাদিত বিসিএমসি নিবেদিত মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র ‘১৯৭১’ প্রদর্শন করা হয়। ডেপুটি রেজিস্ট্রার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শুনে শিক্ষার্থীরা দেশপ্রেমে অনুপ্রাণিত হয়।