Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন
বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন
- April 6, 2019
- Posted by: BCMC
- Category: News
No Comments
পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও “মেরাজের পটভূমি ও বৈজ্ঞানিক তাৎপর্য” বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর, বিশেষ অতিথি ছিলেন সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আইউব আলী, প্রধান আলোচক ও সভাপতি ছিলেন বিসিএমসি কেন্দ্রিয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা মাহাবুবুর রহমান।পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রিয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা মাহাবুবুর রহমান।