Blog
ইংরেজিতে বিতর্ক ও বিদেশি ভাষায় কথাবলা প্রতিযোগিতা
- August 25, 2019
- Posted by: BCMC
- Category: News
২৪ আগস্ট ২০১৯ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয় ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা। বিসিএমসি ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাব আয়োজিত বিতর্কের বিষয় ছিল Only
technology can develop the country. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। ক্লাব সভাপতি অধ্যাপক ড. মো সারাফাত হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পক্ষ দল গার্মেন্টস অ্যান্ড টেক্সাটইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। শ্রেষ্ঠ বক্তা হন টেক্সটাইল ৫ম পর্বের মো. আসিফ ইকবাল। দলের অন্যান্য সদস্যরা হলেন, টেক্সটাইল ৭ম পর্বের সাজু আহমেদ ও ৫ম পর্বের আওয়াল আহমেদ। রানার আপ হয় বিপক্ষ দল আইপি মেরিন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ দলের সদস্যরা হলেন মেকানিক্যাল ৭ম পর্বের তন্ময় আহমেদ, মেকানিক্যাল ৭ম পর্বের মো. নাহিদ হাসান ও ৩য় পর্বের রাজেশ বিশ্বাস।
এছাড়াও বিসিএমসি ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় বিদেশি ভাষায় কথা বলা প্রতিযোগিতা। আ্যারাবিক ভাষায় কথা বলা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন সিভিল ৩য় পর্বের আশরাফুজ্জামান অর্পি, ২য় মো. কালিম আহমেদ রায়হান ও ৩য় মো. সোহাগ হোসেন।
কোরিয়ান ভাষায় কথা বলা প্রতিযোগিতায় ১ম ইলেকিট্রক্যাল ৩য় পর্বের মো. রিপন হোসেন, ২য় সিভিল ৩য় পর্বের আশরাফুজ্জামান অর্পি ও ৩য় হয়েছেন মেকানিক্যাল ৫ম পর্বের তানজির হোসেন।
জাপানিজ ভাষায় কথা বলা প্রতিযোগিতায় মেকানিক্যাল ৩য় পর্বের মাশফিকুর রহমান ১ম, টেক্সটাইল ১ম পর্বের লামিয়া তাবাস্সুম ২য় ও সিভিল ১ম পর্বের খালিদ হাসান ৩য় হয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সচিক প্রকৌশলী মো. মেরাজ উদ্দিন।