Blog
সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সংগীত, আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতা
- August 25, 2019
- Posted by: BCMC
- Category: News
২৫ আগস্ট ২০১৯ বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিসিএমসি হল রুমে সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন।
সঙ্গীত প্রতিযোগিতায় গার্মেন্টস ৭ম পর্বের মো. তোহিদুজ্জামান ১ম, টেক্সটাইল ৭ম পর্বের সাজু আহমেদ ২য় ও টেক্সটাইল ৫ম পর্বের আসিফ ইকবাল ৩য় স্থান লাভ করেছেন।
আবৃত্তি প্রতিযোগিতায় টেক্সাটইল ৫ম পর্বের শেখ আব্দুর জাহিদ ১ম, টেক্সটাইল ৩য় পর্বের স্বর্ণালী সমাদ্দার ২য় ও কম্পিউটার ৭ম পর্বের হাবিবা নাসরিন ৩য় স্থান লাভ করেছেন।
একক অভিনয় প্রতিযোগিতায় টেক্সটাইল ৩য় পর্বের সাফিয়া বিনতে মাহফুজ ১ম, কম্পিউটার ৩য় পর্বের মো. সবুজ খান ২য় ও টেক্সটাইল ৫ম পর্বের মো. আসিফ ইকবাল ৩য় স্থান লাভ করেন।