Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > অনুষ্ঠিত হলো বাংলাদেশে প্রযুক্তির বিকাশ শীর্ষক সেমিনার
অনুষ্ঠিত হলো বাংলাদেশে প্রযুক্তির বিকাশ শীর্ষক সেমিনার
- August 25, 2019
- Posted by: BCMC
- Category: News
No Comments
বিসিএমসি সেমিনার ক্লাবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ২৫ আগস্ট ২০১৯ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয় সেমিনার। এবারের সেমিনারের বিষয় ছিল বাংলাদেশে প্রযুক্তির বিকাশ । সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর । ক্লাব সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেনের সভাপতিত্বে সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান। বিষয়ের উপর প্রতিযোগিতামূলক আলোচনায় অংশ নেন ১০ শিক্ষার্থী। প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন টেক্সটাইল ৫ম পর্বের মো. আসিফ ইকবাল, ইলেকট্রিক্যাল ৩য় পর্বের ফারদিন ইসলাম ২য় ও টেক্সটাইল ৭ম পর্বের সাজু আহমেদ ৩য় হন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান।