Blog

আইপি মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সাইন্স এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় আয়োজিত দুই মাসব্যাপি মতবিনিময় সভায় আইপি মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সাইন্স এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ০৩ এপ্রিল ২০১৮ দুই মাসব্যাপি ধারবাহিক মতবিনিময়ের ২৫তম দিনে বিসিএমসি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ প্রকৌশলী এসএম রেজাউল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, ন্যাচারাল সাইন্স এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রকৌশলী ড. সৈয়দ মো. কামরুল হাসান। আইপি মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রকৌশলী মো. ইসানুল হক, আইপি মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লেকচারার প্রকৌশলী মো. নাজমুল আলম ও মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের লেকচারার মো. আল ইমরান। শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন প্যথলজি ৪র্থ পর্বের আফসানা মিমি, মেকানিক্যাল ২য় পর্বের মো. নাহিদ হাসান ইমন, মেরিন ২য় পর্বের মো. শহিদুল ইসলাম ও কেমিক্যাল ৪র্থ পর্বের মো. সাইফুল ইসলাম।

সভায় কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা হয়।

কারিগরি শিক্ষার গুরুত্বের উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন লেকচারার প্রকৌশলী মো. শামীম রেজা। কোরআন তেলোয়াত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সদস্য আবুল কালাম আজাদ।

শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের মাধ্যমে সভা শেষ হয়।