Blog
বিসিএমসি কুইজ ক্লাব এর আয়োজনে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১৯ নভেম্বর ২০১৮ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি শিক্ষা সহায়ক কার্যক্রমের কো-অর্ডিনেটর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন।
ক্লাব সভাপতি মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে কুইজ পরিচালনা করেন ক্লাব সদস্য ইমরান হোসেন। বাছাই পর্ব থেকে ওঠে সিভল অ্যান্ড কন্সট্রাকশন বিভাগ ও টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ডিজাইন বিভাগ চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয় সিভল অ্যান্ড কন্সট্রাকশন বিভাগ । বিজয়ী দলের সদস্য হলেন সিাভিল ৩য় পর্বের রিফাদ রাইহান রয়েল, মনিশংকর বিশ্বাস ও ১ম পর্বের মো. কাজল হোসেন। রানারআপ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ডিজাইন বিভাগের প্রতিযোগীরা ছিলেন টেক্সটাইল ৩য় পর্বের মো.আসিফ ইকবাল, শেখ আব্দুর জাহিদ ও ১ম পর্বের মো. আওয়াল আহমেদ ।