Blog
বিসিএমসি জুডো অ্যান্ড কারাতি ক্লাবএর আয়োজনে কারাতি প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৮ নভেম্বর ২০১৮। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিসিএমসি ২য় ক্যাম্পাসের আঙ্গিনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাতা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন মেকানিক্যাল ৩য় পর্বের মো. নাহিদ হাসান, ২য় ইলেকট্রনিক্স ৫ম পর্বের মো. জুবায়ের ও টেক্সটাইল ১ম পর্বের মো. সাব্বির হোসেন। কারাতি প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন মেরিন ৩য় পর্বের তন্ময় আহম্মেদ, ২য় টেক্সটাইল ১ম পর্বের মো. ইউসুফ আলী ও ৩য় টেক্সটাইল ৩য় পর্বের মো. সোয়েব আক্তার । অনুষ্ঠানে ক্লাব সভাপতি এম মহসিন মৃধাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।