Blog
বিসিএমসি’তে শিক্ষা ও শিক্ষা সহায়ক কার্যক্রমের যুগলবন্দি আয়োজন নিয়মিত ও মেধাবীরা পেলেন বৃত্তি, চৌকশরা সার্টিফিকেট
- November 28, 2018
- Posted by: BCMC
- Category: News
বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের চলমান শিক্ষা ও শিক্ষা সহায়ক কার্যক্রমে অংশগ্রহণকারী সফল শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিতে অনুষ্ঠিত হলো যুগলবন্দি অনুষ্ঠান। এতে ক্লাসে নিয়মিত ও মেধাবী শিক্ষার্থীরা পেয়েছেন বৃত্তির চেক ও শিক্ষা সহায়ক কার্যক্রমে চৌকশ শিক্ষার্থীরা পেয়েছেন সার্টিফিকেট। ২৭ নভেম্বর ২০১৮ বিসিএমসি হল রুমে আড়ম্বর অনুষ্ঠানে মেধা ও সাধারণ বৃত্তি এবং শিক্ষা সহায়ক ক্লাবের আওতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও সার্টিফিকেট তুলে দেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। সভাপতিত্ব করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে মাসিক ১০০০ টাকা হারে ৬মাসের মেধাবৃত্তি ও ৪০ জন শিক্ষার্থীর হাতে মাসিক ৮০০ টাকা হারে ৬ মাসের সাধারণ বৃত্তির চেক প্রদান করা হয়। শিক্ষার এ স্বীকৃতির পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রমের আওতায় বিসিএমসিতে চলমান ১৯টি ক্লাবের পর্ব সমাপনী প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে প্রতিটি প্রতিযোগিতার শেষে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন টেক্সটাইল ৭ম পর্বের শিক্ষার্থী মো. রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে কোরআন তোলোয়ত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। উপস্থাপনা করেন বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও সঙ্গীত প্রশিক্ষক শান্তা ইসলাম পলি।