Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > বিসিএমসি ও বিটিসি কলেজের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও উপহার বিতারন
বিসিএমসি ও বিটিসি কলেজের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও উপহার বিতারন
- May 27, 2023
- Posted by: BCMC
- Category: News
No Comments
বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের ৫ম ও ৭ম পর্বের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিএমসি হল রুমে সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করেন বিসিএমসি কলেজ চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
সংবর্ধিত শিক্ষার্থীরা হচ্ছেন-সিভিল ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের ১ম মো. মিনহাজুল ইসলাম জিসান, ২য় স্বদেশ কুমার দে ও ৩য় মো. রাফিদ আহনাফ নাফিস। কম্পিউটার ৫ম পর্বে ১ম প্রীতি আক্তার লিতু, ২য় নাহিদা আক্তার ও ৩য় আব্দুল্লাহ আল নোমান। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বে যুগ্মভাবে প্রথম মো. সাব্বির হোসেন ও আশিকুর রহমান, ২য় মো. নাজমুল হোসেন ও ৩য় মো. মনিরুল ইসলাম। মেকানিক্যাল ৫ম পর্বের ১ম আতিক শাহরিয়ার ও ২য় মো. তারিক জামিল। টেক্সাটইল ৫ম পর্বে ১ম মীর সুমাইয়া আক্তার সিমু, ২য় শাহরিয়া নাসিম সকাল ও ৩য় মো. আবু দারদা মিরাজ। সিভিল ৭ম পর্বের প্রথম জয় কুমার দিপু, ২য় মো. শরীফ আহমেদ ও ৩য় মো. রাশিদুল ইসলাম। কম্পিউটার ৭ম পর্বের ১ম ফাতিমা হাওলাদার, ২য় পুজা বিশ্বাস ও যুগ্মভাবে ৩য় মুনমুন আক্তার হ্যাপী ও তে এম মিহাদ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৭ম পর্বে ১ম তারিক আজিজ ১ম, মো. পাপন হোসেন ২য় ও মো. আতিকুর রহমান ৩য় হয়েছেন। মেকানিকাল ৭ম পর্বে মো. জুলকার নাইম। টেক্সটাইল ৭ম পর্বে যুগ্মভাবে ১ম মোছা. হৃদয় খুতুন ও সাজিন আহমেদ, ২য় মো. সজিব হোসেন ও ৩য় মো. মেহেদি হাসান। এছাড়াও বিটিসির মেধাবী শিক্ষার্থী কম্পিউটার ৭ম পর্বের শামিম হোসেন।