Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান
২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান
- May 27, 2023
- Posted by: BCMC
- Category: News
No Comments
বিসিএমসি কলেজে প্রথম পর্বের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বিসিএমসি কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, দক্ষতা নিজে নিজে আসে না, কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হয়। দক্ষ ছাত্র মানেই সফল মানুষ। বিসিএমসি কলেজ বিগত ২৪ বছরে হাজার হাজার দক্ষ মানুষ সৃষ্টি করেছে, যারা দেশে ও বিদেশে সফলতার সাক্ষর রাখছে।
২৫ মে ২০২৩ বিসিএমসি হল রুমে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। একই সাথে ৫ম ও ৭ম পর্বে মেধাবী ৩০ শিক্ষার্থীকে উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রণক নাসির উদ্দিস, বিসিএমসি রেজিন্ট্রার ও ছাত্র কল্যাণ কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা, ইইটি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, বিটিসির কম্পিউটার বিভাগের প্রধান অমিত মল্লিক ও বিসিএমসি কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলী ফারুকুজ্জামান।
সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সাটইল ৭ম পর্বের সজিব হোসেন, কম্পিউটার ৭ম পর্বের কে এম মিহাদ, টেক্সটাইল ৫ম পর্বের আবু দারদা মেরাজ, ইলেকট্রিক্যাল ৫ম পর্বের আশিকুর রহমান ও কম্পিউটার ৫ম পর্বের আব্দুল্লাহ আল নোমান।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটারের সোহানা খাতুন, ইলেকট্রিক্যালের জাহাঙ্গীর আলম, মেকানিকালের ফাহিম ফয়সাল, টেক্সটাইলের মেহজাবিন কণা ও সিভিলের তানভির জামান রক্তিম।