Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > ২১ ফেব্রুয়ারি ২০২৫ইং উপলক্ষে বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৫ইং উপলক্ষে বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন
- February 21, 2025
- Posted by: BCMC
- Category: News
No Comments

সিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির।





