Blog
BCMC College of Engineering & Technology > Blog > News > ২১ ফেব্রুয়ারি ২০২৫ইং উপলক্ষে বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৫ইং উপলক্ষে বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন
- February 21, 2025
- Posted by: BCMC
- Category: News
No Comments

সিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির।





সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পরে বিসিএমসি শহিদ মিনারে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্প অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও শিক্ষক-শিক্ষার্থীরা।
